পদ্মার রুপালি জল আর উর্বর পলির অতিআদরে লালিত ঢাকা বিভাগের অন্যতম জেলা শরীয়তপুর। প্রকৃতি তার আপন ক্রোড়ে মমতায় ধারণ করে রেখেছে এ ক্ষুদ্র জনপদটিকে। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি চর্চায় সকল সংকীর্ণতাকে পশ্চাতে ফেলে অগ্রগামী এ জেলা। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করা, জ্ঞানের মন্ত্রে দীক্ষিত করার পিছনে যে সকল প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে, তাদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ অন্যতম। এ কলেজের বাংলা বিভাগ ২০১২ সালের ৩০শে ডিসেম্বর ৫০ জন শিক্ষার্থী নিয়ে স্নাতক (সম্মান) শ্রেণির যাত্রা শুরু করে। পরবর্তীতে আসন সংখ্যা ১২০-এ উত্তীর্ণ করা হয়। অতঃপর ২০১৮ সালের ২৪শে সেপ্টেম্বর ৫০ জন শিক্ষার্থী নিয়ে স্নাতকোত্তর শ্রেণি অনুমোদন লাভ করে। বর্তমান এ বিভাগে ৪৮৮ জন শিক্ষার্থী পাঠরত আছে।
ছবি | নাম | পদবি |
---|---|---|
![]() |
ড. এনামুল হক | সহযোগী অধ্যাপক |
ক্রম নং |
নাম ও পদবি |
কার্যকাল |
|
হতে |
পর্যন্ত |
||
১ |
ড. এস.এ. মনির হোসেন, সহযোগী অধ্যাপক |
২৭-০৫-২০১৫ |
০৩-০৮-২০২০ |
২ |
অধ্যাপক ড. এস.এ. মনির হোসেন |
০৪-০৮-২০২০ |
১৪-০৩-২০২২ |
৩ |
জনাব মো. অরেছুল আজম, সহকারী অধ্যাপক |
১৫-০৩-২০২২ |
১৫-০৮-২০২২ |
৪ |
জনাব মো. নাছির উদ্দীন, সহযোগী অধ্যাপক |
১৬-০৮-২০২২ |
০১-১০-২০২২ |
৫ |
জনাব মো. অরেছুল আজম, সহকারী অধ্যাপক |
০২-১০-২০২২ |
১৩-১১-২০২২ |
৬ |
ড. এনামুল হক, সহযোগী অধ্যাপক |
১৪-১১-২০২২ |
--- |
ছবি | নাম | পদবি |
---|---|---|
![]() |
ড. এনামুল হক | সহযোগী অধ্যাপক |
![]() |
মোঃ অরেছুল আজম | সহকারী অধ্যাপক |
![]() |
শহীদুল ইসলাম পাহাড় | প্রভাষক |
![]() |
বি. এম. সোহেল | প্রভাষক |
পাঠ্যক্রম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর কর্তৃক নির্ধারিত পাঠ্যক্রম।
বিভিন্ন শিক্ষাবর্ষে পাঠরত শিক্ষার্থীর সংখ্যা:
স্নাতক(সম্মান) ১ম বর্ষ |
সেশন-২০২২-২৩ |
১১৬ জন |
স্নাতক(সম্মান) ২য় বর্ষ |
সেশন-২০২১-২২ |
৯১ জন |
স্নাতক(সম্মান) ৩য় বর্ষ |
সেশন-২০২০-২১ |
৬৬ জন |
স্নাতক(সম্মান) ৪র্থ বর্ষ (নতুন) |
সেশন-২০১৯-২০ |
৮৭ জন |
স্নাতক(সম্মান) ৪র্থ বর্ষ (পুরাতন) |
সেশন-২০১৮-১৯ |
৭৩ জন |
মাস্টার্স শেষ পর্ব |
সেশন-২০২১-২২ |
৫৫ জন |
যোগাযোগ: বিভাগীয় কার্যালয়, বাংলা বিভাগ -প্রশাসনিক ভবন (৩য় তলা),
e-mail : [email protected]
facebook-www.facebook.com/বাংলা বিভাগ শরীয়তপুর সরকারি কলেজ
মাহিম রহমান সুজন- ০১৭৯০৫৪৩২৪০